বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতকর্তার আওতায় ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এ ছাড়া, থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন-টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করবে মেডিকেল টিম।
সেই সঙ্গে বিমানবন্দরে টারমিনালের স্পর্শকাতর পয়েন্টে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনাও দেওয়া হয়।
বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুতের ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাও প্রচার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।