বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়, যা ঈদের আগে ছিলো ২২০০ টাকা। বড় সাইজের চিংড়ির কেজি ১৬০০, আগে যা ছিলো ১৩০০ টাকা। বড় রুই মাছ এখন বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে, আগে এর দাম ছিলো ৪০০ থেকে ৫০০। অন্য মাছের দামও কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে।
সবজির দিকেও রয়েছে মিশ্র চিত্র। শসার দাম কেজিতে ২০ কমে এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে করলার দাম কেজিতে ১০ বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে তারা আশা করছেন, খুব শিগগিরই বাজারে সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমে আসবে।