মানিকগঞ্জে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জ
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা
এখন জনপদে
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে সুবন্যা আক্তার (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আরিফ হোসেন গুরুতর আহত হয়েছেন। আজ (সোমবার, ৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুবন্যা ওই গ্রামেরই বাসিন্দা ও আরিফ হোসেনের স্ত্রী। তারা বিভিন্ন মেলা ও অনুষ্ঠানে বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, আজ সকালে নিজ বাড়ির উঠানে তারা বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হয়ে দুজনই মারাত্মক আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

হাসপাতালে নেওয়ার পথে সুবন্যার মৃত্যু হয়। আহত আরিফ হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করার প্রস্তুতি চলছে।’

সেজু