নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অজ্ঞাত মরদেহ
এখন জনপদে
4

নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার খড়হাটি মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে খড়ের গাদার পাশে এক নারীর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে নাকের কাছে সামান্য রক্তের চিহ্ন রয়েছে। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এনএইচ