বিজিবি জানায়, কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সেখানে তারা কাজ করছিলেন, সপ্তাহ খানেক আগে সেখানে তাদের আটক করে সীমান্তে নিয়ে আসা হয়। পরে মধ্য রাতে তাদের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাঠায় বিএসএফ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটককৃতরা হলেন— যশোর জেলার নোয়াপাড়া থানার গাজিরহাট গ্রামের শহীদ শেখের স্ত্রী সাহিনা বেগম (৪৬), একই এলাকার সাইফুল ইসলাম (৩০), শরিফুল ইসলাম (১৭), রেকসোনা খাতুন (২৬), সাবিনা খাতুন (২৪), নড়াইল এলাকায় হলেন,আয়না খাতুন (৩৫),আরিফা খাতুন (৪)।