সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ ও পরিচয় শনাক্তের পর তাদের থানায় সোপর্দ করা হবে।
গত দুই মাসে বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ প্রায় চার শতাধিক অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে।
এ বিষয়ে জানতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, শুনেছি বিএসএফ ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে। বিজিবি তাদের আটক করেছে। এখনো তাদের থানায় হস্তান্তর করেনি। হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।