পাবনায় ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩

পাবনায় ট্রাক ও বাসের সংঘর্ষ
এখন জনপদে
1

পাবনার বনগ্রাম বাজারে পাশে পাবনা-ঢাকা মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (শুক্রবার, ৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বনগ্রাম বাজারের পূর্বপাশে বহলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী (৪০)।

ইএ