আজ (শনিবার, ৫ জুলাই) দুপুর পৌনে ১টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোর সাড়ে ৪টায় দিনাজপুর ৪২ বিজিবির অধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপির ৩৩৬ মেইন পিলারের ৬ সাব পিলারের কাছ বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ ইন করে। আটককৃতদের সকলের বাড়ী নড়াইল জেলার কালিয়া থানায়।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা ২ থেকে দেড় বছরের সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে গিয়েছিল। পরে তারা মুম্বাই পুলিশের হাতে আটক হয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, পুশ ইন হওয়াদের বিজিবি আটক করেছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে বিজিবির থেকে মামলা দায়ের করা হবে।