বরিশাল বিভাগে এনসিপির পদযাত্রা; পটুয়াখালী ও বরগুনায় জনসম্পৃক্ততা

বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম
রাজনীতি
এখন জনপদে
0

১৪তম দিনের মতো বরিশাল বিভাগে চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা। আজ (সোমবার, ১৪ জুলাই) পটুয়াখালী ও বরগুনা জেলায় পৃথক পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর ১২টায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সার্কিট হাউস চত্বরে এসে সমাপ্ত হয় কর্মসূচি। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটেছিল, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। সংস্কারের মাধ্যমে দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে। এনসিপি সেই ওয়াদার রাজনীতি করে।

গত ১ জুলাই রংপুরের পীরগঞ্জ থেকে শুরু হওয়া এই পদযাত্রা এরই মধ্যে রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের একাধিক জেলা অতিক্রম করেছে। মাসজুড়ে চলবে এনসিপির পদযাত্রা।

দলটির নেতারা জানিয়েছেন, পদযাত্রা ঘিরে প্রতিটি জেলায় অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) ভোলা ও বরিশালে অনুষ্ঠিত হবে জুলাই পদযাত্রা।

এনএইচ