শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি ভারতে: পাটওয়ারী

গোপালগঞ্জ
বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজনীতি
এখন জনপদে
2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি গোপালগঞ্জের নাম ব্যবহার করে পুরো দেশকে ছারখার করেছে।

আজ (বুধবার, ১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জে শহরের পৌরপার্কে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, শেখ হাসিনার শাসনে গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। ‘শেখের নামে রাজনীতি হয়েছে, অথচ তার পাশের লোকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শেখের বেটি শেখ হাসিনা নিজের স্বার্থে গোপালগঞ্জের নাম ব্যবহার করেছেন,’—যোগ করেন পাটওয়ারী।

তিনি বলেন, ‘শেখ পরিবার দ্বারা যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা শেখের বেটিকে ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন গোপালগঞ্জবাসীর ভয় পাওয়ার দিন শেষ।’

সমাবেশে এনসিপি নেতারা নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান। ‘আমরা পরিবারতন্ত্রের রাজনীতি চাই না। আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই, ব্যক্তি বা জেলার রাজনীতি নয়,’—বলেই বগুড়া, ফেনী ও গোপালগঞ্জের জনগণকে এনসিপির ছায়াতলে আসার আহ্বান জানান পাটওয়ারী।

সমাবেশ শুরুর আগে সেখানে হামলার অভিযোগও তুলে ধরেন তিনি। ‘নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে। আমরা এমন দৃশ্য হাসিনা আমলেও দেখেছি। নতুন বাংলাদেশে এই নাটক আর দেখতে চাই না,’—বলেন পাটওয়ারী।

উল্লেখ্য, সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একাধিক জায়গায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

এনএইচ