ময়না হত্যাকাণ্ড: কারান্তরীণ ইমাম-মুয়াজ্জিনের মুক্তির দাবিতে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া
স্মারকলিপি প্রদান
এখন জনপদে
7

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় কারান্তরীণ মসজিদের ইমাম হামিদুর রহমান (৩৫) ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের (২১) মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আজ (রোববার, ২৭ জুলাই) দুপুরে স্মারকলিপি দেয় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

এর আগে গত ৬ জুলাই সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার ভেতর থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ।

স্মারকলিপিতে বলা হয়, ময়না হত্যাকাণ্ডের ২২ দিন অতিক্রম হলেও দুই ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির (ইমাম ও মুয়াজ্জিন) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট, নির্ভরযোগ্য সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এ ধরনের দীর্ঘস্থায়ী আটক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং তা ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্থানীয় জনগণের তথ্যমতে তারা (ইমাম ও মুয়াজ্জিন) বরাবরই ধর্মীয় দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্মারকলিপির মাধ্যমে কারান্তরীণ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তির পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ময়না হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করিম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ ও মাওলানা আমান উল্লাহ আমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন এবং প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসএস