আজ (শুক্রবার, ১ আগস্ট) দেয়া এক অভিনন্দনবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘শুল্ক হার ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের তুলনায় ১৭ শতাংশ কম। এটি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য। আমাদের আলোচকরা কৌশলগত দক্ষতা ও জাতীয় স্বার্থ রক্ষায় যে অবিচল প্রতিশ্রুতি দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।’
আরও পড়ুন
তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হয়ে একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে সমঝোতায় পৌঁছায় বাংলাদেশ। আলোচনায় শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট ইস্যু অন্তর্ভুক্ত ছিল। এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়বে এবং তুলনামূলক বাণিজ্যিক সুবিধাও বজায় থাকবে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘এ অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করে না, বরং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির পথও উন্মুক্ত করে।’
আরও পড়ুন
তিনি আরও যোগ করেন, ‘আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও ভবিষ্যতের আরও শক্তিশালী অর্থনীতির দৃষ্টিভঙ্গির একটি উজ্জ্বল প্রমাণ।’—বাসস