মাইন বিস্ফোরণে আহত হাতির আক্রমণে দুই চিকিৎসকসহ আহত ৩

বান্দরবান
মাইন বিস্ফোরণে আহত হাতি
এখন জনপদে
0

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি হাতির চিকিৎসার জন্য গিয়ে হাতিটির আক্রমণে বন বিভাগের দুই চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার রাজারকুল রেঞ্জের থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডুলাহাজার সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আতিকুর রহমান।

সেভ দ্য নেচার অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন জানান, গত তিন দিন ধরে তিনি নিজে উপস্থিত থেকে আহত হাতিটিকে নজরদারি করছেন। গত বুধবার (১৩ আগস্ট) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা হতে হাতিটি খুড়িয়ে খুড়িয়ে হাঁটা শুরু করে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলী এলাকায় পৌঁছে। তবে ওই এলাকার পরিস্থিতি অনুকূল না হওয়ায় হাতিটি কক্সবাজারের রামু উপজেলার দিকে চলতে শুরু করে। গতকাল ভোরে হাতিটি কক্সবাজারের রাজারকুল রেঞ্জের আপারকুল রেজু বিটের সংরক্ষিত বনে অবস্থান নেয়।

আরও পড়ুন:

এ তিন দিনে হাতিটি কোনো চিকিৎসা পায়নি। এর মধ্যে হাতিটির চিকিৎসার জন্য চিকিৎসক দল পাঠাতে বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়। আজ সকাল ১০টার দিকে হাতিটির কাছাকাছি এসেও ট্রাঙ্কুলাইজেশন যন্ত্র চালানোর গুরুত্বপূর্ণ অংশ সঙ্গে না আনায় তা আনতে আবার ফিরে যায় বন বিভাগের চিকিৎসক দল। দুপুরের পর চিকিৎসক দল ফিরে আসে। ততক্ষণে হাতিটি বালুচড়া দক্ষিণের পাহাড়ে উঠে যায়। চিকিৎসার জন্য ওই পাহাড়ে ওঠার পর হঠাৎ বনের ভেতর থেকে বের হয়ে হাতিটির অতর্কিত আক্রমণ করে। বন বিভাগের দুই চিকিৎসকসহ সেভ দ্য নেচার অব বাংলাদেশের আতিকুর রহমান আহত হয়।

বন বিভাগ সুত্র জানায়, গত রোববার (১০ আগস্ট) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অংশে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়। ওই ঘটনার পর হতে গত মঙ্গলবার রাতেও হাতিটি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকায় ছিল। সবশেষ গতকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে হাতিটি আপার রেজু বিটের সংরক্ষিত বনে অবস্থান করছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আলী নেওয়াজ বলেন, ‘আহতদের উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালটির চিকিৎসক জানিয়েছেন তারা শঙ্কামুক্ত। বর্তমানে দুইজন ভেটেরিনারি অফিসার সেখানে চিকিৎসাধীন।’

এদিকে ডান পায়ে আহত হাতিটিকে চিকিৎসার জন্য আজ (শনিবার, ১৬ আগস্ট) নতুন চিকিৎসক দল আনা হবে। হাতিটি নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. আলী নেওয়াজ।

ইএ