টেকনাফে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার বিজিবির

কক্সবাজার
বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার
এখন জনপদে
1

কক্সবাজারের টেকনাফের হ্নীলার খরের দ্বীপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিকেলে বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নদীপথে টহলকালে বিজিবি সদস্যরা কিছু লোকের উপস্থিতি টের পায়। বিজিবিকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের ভেতরে নৌকাযোগে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি জি-থ্রি রাইফেল, একটি এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২), একটি এলএম-১৬ রাইফেল, ৮টি ম্যাগাজিন ও মোট ৫০৭ রাউন্ড গুলি।

লে. কর্নেল জসীম উদ্দিন জানান, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ সম্ভবত সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি বা সন্ত্রাসী গোষ্ঠী মজুদ করেছিল।

এগুলো সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক বা মাদক ও অস্ত্র চোরাচালানে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে কোনো চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র প্রবেশ করতে দেওয়া হবে না।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সেজু