তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্তবর্তী পুরো এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এ অবস্থায় নাফনদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে প্রবেশ করা বাংলাদেশি জেলেরা প্রায়ই আরাকান আর্মির হাতে আটকের শিকার হচ্ছেন।
আরও পড়ুন:
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, ‘এসব জেলেদের ফেরত না আনলে তাদের আরাকান আর্মির হাতে ধরে নিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কোস্টগার্ডসহ সীমান্তে দায়িত্বরত বাহিনীকে এতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচারসহ চোরাচালান রোধের নিরাপত্তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।’
তিনি আরও জানান, ফেরত আনা জেলেদের বর্তমানে কোস্টগার্ডের শাহপুরীর দ্বীপ স্টেশনে রাখা হয়েছে। তাদের ও ট্রলার মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় ট্রলার মালিকদের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে অন্তত ১০টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।