পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার দিকে যাওয়া যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল আমিনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
পরে গুরুতর আহত অবস্থায় আরেক ভাই মোটরসাইকেল চালক রুহুল আমিনকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিন ও দুলাল আমিন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।