এদিকে, গুরুতর আহত অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত রফিক নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, নেত্রকোণার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নে জমি ও টাকা-পয়সা নিয়ে দীর্ঘদিন ধরেই দোজাহান মেম্বারের সঙ্গে বিরোধ ছিল প্রতিপক্ষ কয়েকটি গ্রুপের। এ নিয়ে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
সবশেষ গতকাল (শনিবার, ৩০ আগস্ট) মধ্য রাতে নেত্রকোণা শহরে বিএনপি জেলা কাউন্সিল অধিবেশন শেষে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে দৌজাহান মেম্বারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় দেশিয় অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দৌজাহান মেম্বারের। হাসপাতালে আনা হলে মারা যায় নূর মোহাম্মদ নামে আরেকজন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ তদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।