নারায়ণগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ
এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নামে বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে জালকুড়ি এলাকার বাসিন্দারা। আজ (রোববার, ৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, মো.রিফাতুল ইসলাম, জুয়েল মাহমুদ, মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট মোনতাজিম বিল্লাহ, মোহাম্মদ মাসুদুর রহমান, মোঃ জসিম উদ্দিনসহ জালকুড়ির রব্বানী নগর ও কড়াইতলা এলাকার প্রায় দেড় শতাধিক বাসিন্দা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য জালকুড়ি এলাকায় বসতবাড়ি অধিগ্রহণ না করে পরিবর্তে কৃষি জমি বা নাল জমি ব্যবহার করা হোক।

পরবর্তীতে জেলা প্রশাসক নিজে মানববন্ধনকারীদের সাথে কথা বলেন এবং বসতবাড়ি উচ্ছেদ না করার আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাস পাওয়ার পর এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করে।

এএইচ