আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, মোট ২৬ আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৬ জনকে খালাস এবং ২ জন আসামি মৃত্যুবরণ করায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন—মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত।
আরও পড়ুন:
খালাসপ্রাপ্তরা হলেন— আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। আর মৃত্যুবরণকারী দুই আসামি হলেন— আবুল হাসেম ও শওকত।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু স্থানীয় এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসী ভিপি সোহেলের লোকজন তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা জালালউদ্দিন বাদী হয়ে ভিপি সোহেলসহ তার সহযোগীদের আসামি করে মামলা দায়ের করেছিলেন।