আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার শরিফপুরের বাট্টা এলাকার পুরাতন সুরমা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মাওলানা মুশতাক গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফোনে তার স্ত্রীকে জানান এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ জমিয়ত নেতার স্ত্রী রুবি বেগম।
আরও পড়ুন:
এরপর নিখোঁজ এ নেতার সন্ধানে মাঠে নামে পুলিশ। কিন্তু শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাইয়ের শরীফপুরের বাট্টা এলাকার পুরাতন সুরমা নদীতে এক ব্যাক্তির ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা দিরাই থানাকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিশ্চিত করে যে, এটি নিখোঁজ মাওলানা মুশতাক আহমদের মরদেহ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এরপর মরদেহের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’
ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।