ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানানো সেই ওসি ‘জনস্বার্থে’ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া
প্রত্যাহার করা সেই ওসি
এখন জনপদে
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) তাকে ‘জনস্বার্থে’ প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, মোজাফফর হোসনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সদর থানার নতুন ওসি হিসেবে নাসিরনগর থানার ওসি মুহাম্মদ আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

এর আগে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সদর থানার ওসি মোজাফফর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের জন্য শুভকামনা জানিয়ে পোস্ট দেন, যা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। প্রশ্ন ওঠে ওসির রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে।

আরও পড়ুন:

ওসি মোজাফফর তার ফেসবুক ওয়ালে পোস্টে মেধাবীদের জন্য শুভকামনা রইল ‘২১, ১৭, ০৮’ লিখে পোস্ট করেছিলেন। এ তিনটি সংখ্যা ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের ব্যালট নাম্বার।

যদিও পোস্ট ঘিরে সমালোচনা তৈরি হলে নিজের আইডি হ্যাক হয়েছিল দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেন ওসি মোজাফফর হোসেন।

এসএইচ