রাজবাড়ীতে ‘নুরাল পাগলার’ ভক্ত রাসেল হত্যা মামলায় আরও দুই আসা‌মি গ্রেপ্তার

অভিযানে পুলিশ ও অন্যান্য
অপরাধ
0

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ দরবারে ভক্ত রাসেল মোল্লা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। গতকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার গোয়ালন্দ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার শান্ত কাজী (১৯) ও ফরিদপুরের সালথা থানার ঘটরকান্দা গ্রামের মোহাম্মদ আনিছুর রহমান (৩০)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার পর নুরাল পাগ‌লের দরবা‌রে হামলার ঘটনায় রা‌সেল মোল্লা না‌মে একজন নিহত হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় চার হাজার জন‌কে আজ্ঞাত আসা‌মি ক‌রে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত চারজন‌কে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও পড়ুন:

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম আরও বলেন, ‘গত শুক্রবার রাত ১২টার দিকে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। দু‌টি মামলায় মোট ২০ আসা‌মি‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।’

অপর প্রশ্নের জবা‌রে ওসি রা‌কিবুল ইসলাম ব‌লেন, ‘কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রা‌নির শিকার না হয় এজন্য ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএস