প্রত্যক্ষদর্শীরা জানান, টুর্নামেন্টে টিকিটের মূল্য ৫০ টাকা কিন্তু সেখানে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেয়া হয়। এছাড়া স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১০ থেকে ১৫ হাজার হলেও সেখানে ৪০ থেকে ৫০ হাজার দর্শক ঢোকানো হয়েছে বলে অভিযোগ দর্শকদের। এ কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন:
এদিকে টিকিট না পেয়ে দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তাদের বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামে ঢুকে বিনা টিকিটের দর্শকদের বের করে দিতে চাইলেই সংঘর্ষ শুরু হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়।