সুনামগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ
দুর্ঘটনাগ্রস্ত বাসের ছবি
এখন জনপদে
0

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকালে জেলার গোবিন্দগঞ্জ বুড়াইগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে এনা পরিবহন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের বুড়াইগাও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যায়। পাশাপাশি ট্রাকের হেলপার ও বাস চালক গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন:

এছাড়া বাস-ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও দু’জন আহত হয়েছেন বলে জানায় হাইওয়ে পুলিশ।

এসএইচ