সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

সুনামগঞ্জ
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। আজ (বুধবার, ২৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ ক্যাম্পাস প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা এই সব কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের আশ্বাসের কারণে টানা ৮ দিনের কর্মসূচি আজকে সমাপ্তি করা হলো। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে সপ্তাহে ছয়দিন ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামোগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি, মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিষয়সমূহ দেখা হবে।

আরো পড়ুন:

যথাযথ ওয়ার্ড বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ, ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ঘাটতি দ্রুত সমাধান, হাসপাতালের কার্যক্রম ডিসেম্বর ২০২৫ এর মধ্যে চালু করা ও হাসপাতালের কার্যক্রম এই সময়ে চালু করতে রোডম্যাপ অনুসরণ করা হবে।

শিক্ষার্থীরা আরোও জানান, তবে আমাদের এই দুই দফা দাবি যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।

সেজু