চলতি মৌসুমে সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার কোটি টাকার ধান সংগ্রহের প্রত্যাশা

সুনামগঞ্জ
কৃষি , গ্রামীণ কৃষি
এখন জনপদে
0

সুনামগঞ্জে সোনালী ধানে স্বপ্ন বুনেছেন হাওরের কৃষকরা। চলতি বছর জেলায় উৎপাদিত বোরো ধান এরইমধ্যে কাটতে শুরু করেছেন তারা। আগামী এক মাস আবহাওয়া অনুকূলে থাকলে সাড়ে ৪ হাজার কোটি টাকার ধান ঘরে তুলবে এই অঞ্চলের কৃষক।

হাওরে মূলত বৈশাখ আসে নতুন ফসলের সুবাসে। হাওরের বাতাসে সোনালী ধানের ঘ্রাণে কিষান-কিষাণীর মুখে তাইতো এখন রঙিন হাসি।

কাঁচা-পাকা ধানের ঘ্রাণ আশা জাগিয়েছে কৃষকের প্রাণে। সোনালী ধানে স্বপ্ন বুনেছেন হাওরের কৃষক। চলতি বছর বৈশাখ শুরুর আগেই হাসি মুখে হাওরের ধান কাটতে পেরে খুশি প্রান্তিক কৃষকরা।

তাদেরই একজন বিশ্বম্ভরপুরের করচার হাওরের কৃষক স্বপন কুমার বর্মণ। চলতি মৌসুমে লক্ষাধিক টাকা খরচে বোরো ধানের চাষাবাদ করেছিলেন। প্রাকৃতিক বৈরিতা ছাড়া হাওরের ধান কেটে ঘরে তুলতে পেরে এই কৃষক খুশিতে বিলিয়েছেন মিষ্টি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর সুনামগঞ্জে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যেখান থেকে চাল উৎপাদনের আশা ৯ লাখ ২৪ হাজার ৪১৩ মেট্রিক টন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। ঝুঁকি এড়িয়ে ফসল ঘরে তুলতে মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

সুনামগঞ্জের ১৩৭টি হাওরের মধ্যে বিশ্বম্ভরপুর, জগন্নাথপুরসহ ৪টি উপজেলার ১০টি হাওরে এরইমধ্যে ধান কাটা শুরু হয়েছে। বাকি হাওর গুলোয় আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হবে পহেলা বৈশাখ থেকে।

এএইচ