তীব্র তাপপ্রবাহের পর যশোরে স্বস্তির বৃষ্টি

যশোরের বৃষ্টি
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
এখন জনপদে
0

চলতি মাসে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের পর অবশেষে যশোরে স্বস্তির বৃষ্টি নেমেছে। তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ।

আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয় জেলায়। প্রায় আধাঘণ্টা বর্ষণ অব্যাহত থাকে।

এর আগে বিকেল থেকেই মেঘাচ্ছন্ন ছিল গোটা শহর। সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। এরপর দমকা ঝোড়ো হাওয়ার সাথে শুরু হয় বৃষ্টি।

যশোর শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় একই সময়ে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

এসএস