এ সময় দেশিয় অস্ত্র, মোবাইল এবং বিভিন্ন ধরনের মাদকসহ মাদক বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় যৌথবাহিনী বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে সিবা দাস (৩৪) ও পলাশ প্রলাদ (৬০) নামে ২ ব্যক্তিকে আটক করে।
নারায়ণগঞ্জ সদর থানার উপরিদর্শক সজীব কুমারমন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা নারায়ণগঞ্জের সদর থানাধীন টানবাজার এলাকায় যৌথবাহিনীর একটি অভিযান পরিচালিত হয়।
এ সময় বিপুল পরিমাণ মাদক দেশিয় অস্ত্র মাদক বিক্রির নগদ টাকা ও বিপুলসংখ্যক মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।