কুমিল্লায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার ১

কুমিল্লা
গ্রেপ্তারকৃত খোকন মিয়া
অপরাধ
0

কুমিল্লা সদর উপজেলার নাজির মসজিদ রোডে চানপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ৪ জুলাই) ভোর ৫টায় সেনাবাহিনীর নেতৃত্বে এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে একটি সাত দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সবাইকে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

এসএস