টাঙ্গাইলে পৃথক অভিযানে র‌্যাবের হাতে দুই মাদক কারবারি আটক

টাঙ্গাইল
র‌্যাবের হাতে আটক মাদককারবারি চাচা-ভাতিজা
অপরাধ
0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা ও ৯৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদককারবারি চাচা-ভাতিজাকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মাগুরার মোহাম্মদপুরের মো. শহিদুল্লাহ ছেলে ট্রাকচালক মো. শাহীন আলম ও একই গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে হেলপার রবিউল ইসলাম। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মির্জাপুরের জহুরবাড়ি তিন রাস্তার মোড় থেকে বালুবাহী ট্রাক থেকে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ শাহীন আলম ও রবিউল ইসলামকে আটক করা হয়।

আরও পড়ুন:

যার বাজার মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও মহাসড়কের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় ট্রাক থেকে পরিত্যক্ত ৯৪ পিস অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ৮২ হাজার টাকা।

এছাড়াও সোমবার রাতে শহরের পার্ক বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ৬৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোন্নাফ মন্ডল নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

সেজু