পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বিএনপি নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করছিলেন। এ সময় শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন:
এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। হামলায় আহত হন অন্তত ২০ জন, ভাঙচুর করা হয় ৫টি মোটরসাইকেল।
পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।