মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ
গ্রেপ্তার আ.লীগ নেতা
অপরাধ
0

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ। 

এর আগে, বুধবার (২০ আগস্ট) গভীর রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

গ্রেপ্তার সুমন মিয়া সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব সানবান্ধা গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের ভাড়ারিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় সুমন মিয়া এজাহারনামীয় আসামি। তাকে  আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

এসএইচ