জাল সার্টিফিকেট বানানোর দায়ে দোকান মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড

নারায়ণগঞ্জ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আব্দুল্লাহ আল মামুন
অপরাধ
1

নারায়ণগঞ্জে জাল সার্টিফিকেট বানানোর দায়ে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর চাষারা সমবায় মার্কেটের চতুর্থ তলায় স্কাইনেট আইটি নামে একটি কম্পিউটারের দোকানে এ অভিযান পরিচালিত হয়। এসময় দোকান মালিক আব্দুল্লাহ আল মামুনকে (৪৭) জাল সার্টিফিকেট বানানোর দায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

র‍্যাব-১১ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার মো. আল মাসুদ খান বলেন, ‘র‍্যাব-১১ এর তদন্তে দোকানটিতে জাল সনদ বানানোর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে পরিচয় গোপন করে দোকানটিতে সার্টিফিকেট বানাতে যায় আমাদের এক র‍্যাব সদস্য। সার্টিফিকেটটি বানানো হলে তখন হাতে নাতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা দেয়া হয়।’

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘জাল সার্টিফিকেট বানানোর অভিযোগে হাতেনাতে আমরা দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুনকে আট করি। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।’

এসএস