আজ (শনিবার, ২৩ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ছানোয়ার হোসেন উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ শেখের ছেলে।
শিবালয় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ‘২০১৫ সালে শিবালয়ের দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় ডাকাত দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সুবাহান ডাকাতের ছেলে আখিনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হলে আদালত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এদের মধ্যে তিনজন কারাগারে থাকলেও আসামি ছানোয়ার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’
তিনি বলেন, ‘পলাতক অবস্থায়ও ছানোয়ার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন জেলায় ডাকাতি করতেন। তার বিরুদ্ধে শিবালয় থানায় ডাকাতি মামলাসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে। মানিকগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার নামে একাধিক মামলা চলমান।’