পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় হামলার শিকার হন ডিবিসি নিউজের সাংবাদিক রেদোয়ানুল হক ও কালবেলার আব্দুজ্জাহের ভূইঁয়া আনাস।
আরও পড়ুন:
পুলিশ আরও জানায়, হামলাকারীরা রেদোয়ানুল ও আনাসকে রড ও লাঠি দিয়ে মারধর করে। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাদের সহকর্মীরা।
এরপর গেলো রাতেই এ হামলার ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়।