চমেক হাসপাতালে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী আকাশসহ ৬ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম
পুলিশকে ছুরিকাঘাত করে পালানোর দৃশ্য
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশকে ছুরিকাঘাত করে পালানো দুর্ধর্ষ ছিনতাইকারী আকাশকে ছয় সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২১ অক্টোবর) এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের পর গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলো এ ছিনতাইকারী।

প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এরপর তাদের একজনকে ছুরিকাঘাত করে পলায়ন। দৌড়ে পিছু নিয়েও আহত দুর্ধর্ষ ছিনতাইকারীর নাগাল পায়নি পুলিশ। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি মঙ্গলবার রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮ নম্বর ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ।

পুলিশ হেফাজত থেকে সংঘবদ্ধভাবে আসামি ছিনিয়ে নেয়ার এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় চট্টগ্রামে। এরপর তাদের ধরতে অভিযানে নামে পুলিশ একাধিক টিম। রাতভর অভিযান চালানোর পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পালানো সে আসামি ইমাম হোসেন আকাশসহ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম শহরের পথচারী বা ভিক্টিমদের ছুরি মেরে ছিনতাই করে এ চক্র। আত্মীয় স্বজন নিয়ে যারা গড়ে তুলছে নিজস্ব বাহিনী। যাদের সবার নামেই নগরের বেশ কয়েকটি থানায় আছে মামলা। যেখানে আকাশের বিরুদ্ধেই আছে চুরি-ছিনতাইয়ের ডজনখানেক মামলা।

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরে এক চীনা নাগরকিকে ছিনতাইকারী করে মোবাইল, মানিব্যাগ হাতিয়ে নেয় আকাশ। পরে গণপিটুনিতে আহত হয় সে ছিনতাইকারী।

এসএস