সিরাজগঞ্জে কলাবাগান থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ
পুলিশ হেফাজতে গ্রেপ্তার আসামি
এখন জনপদে
অপরাধ
2

সিরাজগঞ্জের সদরের কাশিয়াহাটা এলাকার কলাবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. সোহেল রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে সদর থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

তিনি জানান, নিহত নারীর নাম মোছা. মরিয়ম বেগম (৪৮)। তিনি সদর উপজেলার খোকসাবাড়ী এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া সোহেল রানা সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে।

তিনি আরও জানান, মরিয়ম বেগম প্রবাসে থাকতেন। প্রায় দুই–তিন বছর ধরে তার সঙ্গে সোহেলের সম্পর্ক গড়ে ওঠে। সোহেল তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।

তবে মরিয়ম সময় নিতে চাইলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তিনি অন্যত্র সম্পর্ক তৈরি করেন বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর দুজন কাশিয়াহাটা এলাকায় দেখা করেন। সেখানে তাদের মধ্যে তর্ক–বিতর্কের এক পর্যায়ে সোহেল মরিয়মকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তার মরদেহ কলাবাগানে ড্রেনে ফেলে রেখে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় লোকজন কাশিয়াহাটা এলাকার আবাদি জমির পাশের একটি কলাবাগানে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসএইচ