২০১৫ সালের ৮ম জাতীয় বেতন স্কেলে মহার্ঘ ভাতা সংযোজন না থাকলেও, সময় ও প্রয়োজন বিবেচনায় এটি পুনরায় চালুর দাবি ওঠে।
গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল অন্তর্বর্তী সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল।
তৎকালীন মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত কমিটি ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়ার প্রস্তাবও দেয়া হয়। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সামালোচনা করেন অর্থনীতিবিদরা।
এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারো উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। এজন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা নিয়ে আমি বিবেচনা করে কমিটিকে দায়িত্ব দিয়েছি। ওরা কাজ করে আমাদের দেবে। এটা হওয়ার চান্স বেশি, তবে দিতে একটু সময় লাগবে। বাজেট নিয়ে কাজ করে দেখি, যে কখন এবং কবে দিতে পারবো।’
বৈঠকে গম ও এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। এ ছাড়া নতুন করে কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।