দু’দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর
হিলি স্থলবন্দর
আমদানি-রপ্তানি
অর্থনীতি
1

সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমী উপলক্ষে দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এতে বন্দরে শ্রমিকদের মাঝে ফিরতে শুরু করেছে কর্মপ্রাঞ্চলতা। আজ (রোববার, ১৭ আগস্ট) দুপুরে ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার জন্মাষ্টমী উপলক্ষে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আজ থেকে এ বন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’

আরও পড়ুন:

এছাড়াও হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক নেপাল বাবুর মৃত্যুতে শোক জানিয়ে আজ দুপুর পর্যন্ত আমদানি বন্ধ রাখা হয়েছিলো বলে জানিয়েছেন ফেরদৌস রহমান। দুপুরের পর আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

ইএ