আশিক চৌধুরী বলেন, 'সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বব্যাপী ৬০০ বিলিয়ন ডলারের বাণিজ্য। তবে এই খাত থেকে মাত্র ৬ মিলিয়ন ডলার পায় বাংলাদেশ।'
তিনি বলেন, 'দেশের মেধাবী তরুণরা বিদেশে গিয়ে এই শিল্পে কাজ করেন। সরকার উদ্যোগ নিলে দেশেই এমন সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। দেশে চিপ ডিজাইন ও প্যাকেজিং করার সুযোগ আছে। এজন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে হবে।'
কয়েক স্তরে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, 'সক্ষমতা বাড়লে কয়েকশ’ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।'
এই শিল্পে সহায়তা করতে গঠিত জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স প্রধান উপদেষ্টার কাছে ২৩টি সুপারিশ হস্তান্তর করেছে বলেও জানান বিডার নির্বাহী।