পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ৮ দাবি

পটুয়াখালী
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
পরিষেবা
অর্থনীতি
1

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য দেন রবিউল আউয়াল অন্তর।

গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসা ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের সাত দিনের আল্টিমেটাম মেনে নেয়া না হলে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। এ দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে।

আন্দোলনকারীরা তাদের আট দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন—

১. সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম ও প্ল্যান্ট ম্যানেজার শাহ্ আব্দুল মৌলাকে অপসারণ ও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা।

আরও পড়ুন:

২. ভূমি অধিগ্রহণকৃত পরিবারের বাকি অর্থ দ্রুত প্রদান করা।

৩. ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করা।

৪. ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক উন্নয়ন করা এবং প্রত্যেক পরিবারকে জীবনমান উন্নয়নের ব্যবস্থা ও দলিল হস্তান্তর করা।

৫. সাবেক এমডি ও পিডিসহ বিদ্যুৎ খাতের মাফিয়াদের মাধ্যমে অবৈধভাবে চুক্তি করা আউটসোর্সিং কোম্পানির চুক্তি বাতিল করা।

৬. সাবেক বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ সচিব এবং কর্মকর্তাদের মাধ্যমে অবৈধ নিয়োগকৃত সকল কর্মকর্তাকে অপসারণ করা।

৭. তাপবিদ্যুৎ কেন্দ্রের চারপাশের আবাদি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।

৮. কেন্দ্রের বিভিন্ন দুর্নীতি ও সম্পদ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন করে সবাইকে বিচারের আওতায় আনা এবং কমিটিতে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে পাঁচজন ব্যক্তিকে রাখা।

ভুক্তভোগীরা বলেন, এই আট দফা দাবি মেনে নেয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে এবং কেন্দ্রের সমস্যার সমাধান সম্ভব হবে না।

সেজু