ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব বিশ্ব শেয়ারবাজারে!

ভারত ও পাকিস্তানের সেনাদের ছবি এবং ফোনে স্টক মার্কেটিং
পুঁজিবাজার
অর্থনীতি
0

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ নয়, সারা বিশ্বের শেয়ারবাজারে প্রভাব পড়েছে। এমন বাহ্যিক কারণে যে প্রভাব পড়ে সেখানে কিছু করার থাকে না। আজ (বুধবার, ৭ মে) সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এমন কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সিএসইর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন কোম্পানি, ব্রোকার হাউজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা পুঁজিবাজার নিয়ে নানা হতাশার গল্প তুলে ধরেন। 

তারা বলেন, ‘৫ আগস্টের পর পুঁজিবাজার নিয়ে আশাবাদী হয়েছিলেন বিনিয়োগকারীরা। তবে পরে নিরাশ হতে হয়েছে ধারাবাহিক পতনের কারণে।’ 

এসময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কতটা ভূমিকা রাখতে পারছে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এটিকে কার্যকর করা না গেলে সিএসই বিলুপ্তির প্রস্তাবও আসে এ সভায়। 

এছাড়া ব্রোকার হাউজগুলো ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, ‘লোকসানে পড়ে ব্যবসা করার মতো পরিস্থিতি থাকছে না।’ 

একইসাথে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে না পারাকে দুঃখজনক বলছেন অংশীজনরা। তাই দ্রুত এসব বিষয়ে সরকারের পদক্ষেপ কামনা করেন তারা। 

এসময় বিগত আমলের জঞ্জাল সরাতে সরকার কাজ করছে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এসএইচ