‘আগামীতে আমলাতন্ত্র থেকে বের হয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে প্রকৃত ব্যবসায়ীরা’

চট্টগ্রাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
পুঁজিবাজার
অর্থনীতি
0

আগামী দিনে দেশের পুঁজিবাজারকে বিএনপি দলীয়ভাবে ধারণ করবে, আমলাতন্ত্র থেকে বের হয়ে এ বাজার নিয়ন্ত্রণ করবে প্রকৃত ব্যবসায়ীরা—বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লুতে স্টক এক্সচেঞ্জ আয়োজিত ‘কমোডিটি ডেরিভেটিভস ও এর ব্যবসায়িক সম্ভাবনা’— শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ কর্মশালায় তিনি বলেন, ‘বাংলাদেশের কমোডিটি মার্কেটের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এটি অবশ্যই সফল হবে। বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করতে মুখিয়ে আছে।’ 

কর্মশালায় স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আগামী ৬ মাসের মধ্যে কমোডিটি এক্সচেঞ্জ কার্যক্রম শুরু করবে, যেখানে প্রাথমিকভাবে গম ও সিলভার পণ্য নিয়ে যাত্রা করবে এ উদ্যোগ। 

এসময় তারা কমোডিটি ডেরিভেটিভসের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তারা বলেন, পণ্য উৎপাদনকারী বা ব্যবহারকারীরা ভবিষ্যতের মূল্যের ওঠানামা থেকে নিজেদের রক্ষা করতে পারবে এ উদ্যোগের মাধ্যমে। এ দিন কর্মশালায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসএইচ