জোবরা গ্রামবাসী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ সংঘর্ষের দুই দিন পর সকাল সোয়া আটটায় ক্যাম্পাসের স্টেশনে প্রবেশ করে প্রথম শাটল ট্রেন। স্বাভাবিক সময়ে এ শাটলে তিল ধারনের ঠাঁই না থাকলেও আজকের চিত্র একেবারেই ভিন্ন।
শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস যেন ভূতুরে ক্যাম্পাসে রূপ নিয়েছে। বহু শ্রেণীকক্ষে ঝুলছে তালা। আবার কোথাও খোলা থাকলেও নেই শিক্ষার্থী। আতঙ্কের কারণেই বহু শিক্ষার্থী ক্যাম্পাসে আসছে না বলে দাবি শিক্ষার্থীদের।
আরও পড়ুন:
শিক্ষার্থীরা জানান, তাদের মধ্যে অনেকেই আতঙ্কে আছে। শহর ছেড়ে গ্রামে চলে গেছে তারা। বাড়ির মালিকেরাও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চাচ্ছে না বলে জানান তারা।
শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় ক্লাস হয়নি কিছু বিভাগে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তারা।
সমাজবিজ্ঞান অনুষদ চবি ডিন এনায়েত উল্লাহ পাটোয়ারি জানান, ‘শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে ওইভাবে ক্লাস হচ্ছে না। আমরা বিষয়গুলো মনিটরিং করছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরণের ঘটনা ঘটেনি এর আগে।’
এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।