আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আগামীকালের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ, বিজিবি এবং আনিসার বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছে।’
আরও পড়ুন:
তিনি আরও জানান, নির্বাচনের আগে ডোপ টেস্টের ফলাফল সন্ধ্যার মধ্যে প্রকাশ করা হবে এবং কোড অফ কন্ডাক্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের আজ রাত ১২টার মধ্যে ক্যাম্পাস প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রক্টর।