ঈদে পূর্বাঞ্চলের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

এবারের কোরবানি ঈদের দিন দেশের পূর্বাঞ্চলের দুই বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঈদের দিনসহ ঈদের পরের দুই দিন সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, ৭ থেকে ৯ তারিখ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি এবং দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এখন টেলিভিশনকে বলেন, ‘আজ মোটামুটি সারাদেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল সেটা কিছুটা কমে গিয়ে দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকবে।’

তিনি বলেন, ‘দেশের অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল, দু-এক জায়গায় থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকতে পারে।’

তিনি আরো বলেন, ‘ এরকম অবস্থায় আগামী ৭ থেকে ৯ তারিখ তিন দিনই বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে। তবে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি থাকবে।’

এসএইচ