আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, বৃষ্টিপাত না হলে এই গরম প্রশমিত হওয়ার সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে বর্ষার যে বৃষ্টিপাতের আশা, তার জন্য অপেক্ষা করতে হবে আরো দুই থেকে তিন দিন।
চলতি সপ্তাহে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৮ জুনে ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, ৯ জুন তা বেড়ে হয় ৩৫.৮ ডিগ্রি, আর ১১ জুন তা পৌঁছায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যে দেশের উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়। তবে তিন দিন পর শুরু হচ্ছে আষাঢ় মাস। তখন মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে।