ঈদুল আজহা ঘিরে প্রিয়জনদের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন ফ্রান্সসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। অতীতের তুলনায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে আয়।
ফ্রান্সের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে একজন মেহমুদ আলম বলেন, ‘মানুষ এখন প্রচুর টাকা পাঠাচ্ছে, যেটা গত বছরের তুলনায় অনেক বেশি।’
আরেকজন প্রবাসী আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘এখানে আগের তুলনায় বাংলাদেশি অনেক বেশি আসতেছে। এবং আসার কারণে বিভিন্ন বাংলাদেশি কমিউনিটিগুলো ব্যবসা-বাণিজ্য অনেক বৃদ্ধি করেছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গেল মার্চে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে প্রায় ৩২৯ কোটি মার্কিন ডলার। যার বড় একটি অংশ এসেছে ইউরোপ, বিশেষ করে ফ্রান্স থেকে।
প্রবাসীদের মধ্যে একজন বলেন, ‘ঈদ উপলক্ষে দেশে টাকা পাঠাচ্ছি। সেখানে পরিবার-সন্তানরা আছে।’
ফ্রান্সে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। এতে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়েছেন প্রবাসীরা, যার ফলে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।
অভিবাসী বিষয়ক সমাজকর্মী ওবায়দুল্লাহ কয়েছ বলেন, ‘ফ্রান্সে প্রবাসীদের মান উন্নয়ন হচ্ছে দিন দিন, প্রবাসীরা সমৃদ্ধ হচ্ছে এবং বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোটা নিয়মিত হচ্ছে।’
ফ্রান্স থেকে প্রবাসীদের পাঠানো এই অর্থ শুধু পরিবারের ঈদ উদযাপনই নয়, দেশের অর্থনীতিকেও শক্তিশালী করছে।