স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি হ্রদে নৌকায় ঘুরতে পানিতে ডুবে প্রাণ হারান তারা।
কানাডায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন, বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব ও বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু।
পুলিশ এক বিবৃতিতে জানায়, পরিবার নিয়ে তারা লেকের পাড়ে ঘুরতে যান। পরে দুজনে ছোট বোটে করে বের হন লেক ভ্রমণে। হঠাৎই নৌকাটি উল্টে যায়। তাদের পরনে লাইফ জ্যাকেট না থাকায় তলিয়ে যান। পরে উদ্ধারকর্মীরা মরদেহ তুলে আনেন।
অপ্রত্যাশিত এই ঘটনায় প্রশ্ন উঠেছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তাদের মরদেহ দ্রুত ঢাকায় পাঠানোর কার্যক্রম চলছে।
জানা যায়, নিহত পাইলট গুড্ডুর মেয়ে কানাডায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরিবার নিয়ে তিনি মেয়ের কাছে এসেছিলেন। গুড্ডু এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলট ছিলেন।