ওসাকাতে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসাকাতে এনসিপির মতবিনিময় সভা; সারজিস আলম
প্রবাস
0

জাপানের গুরুত্বপূর্ণ শহর টোকিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইকোনো কুমিন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

মতবিনিময় সভায় প্রবাসীরা বাংলাদেশ বিমানের ‘জাপান টু বাংলাদেশ’ সরাসরি বিমান চালু করার এবং আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জোর দাবি জানান। এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেয়ার ব্যবস্থা করার দাবি জানান। এসময় এনসিপি নেতারা এসব দাবি পূরণে কাজ করবেন বলে আশ্বাস দেন।

সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড, সব আইন বিচার হিসেবে মেনে নেবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবো না। যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম-ওলামা, রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। এ আইসিটি ট্রাইব্যুনাল আপনার-আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না। ওই খুনি হাসিনা, যে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা, তার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করতে চাই।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৭১ এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেয়া হয়েছিল। গত ১৫ বছর কারো মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাখনুর নিচে কাপড় পড়লে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়। এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে— সেই ফোর্স ছিল আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘যে স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে, তার মূল ছিল সংবিধান। এ জন্য আমাদের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুগ্ম-মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। ওসাকার প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ, সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বিন রহিম।—প্রেস বিজ্ঞপ্তি

এসএইচ